Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

সিভিল সার্জন কার্যালয়, যশোর

অবিভক্ত ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম জেলা ছিল ছিল যশোর। আবার ১৯৭১ সালে দেশ স্বাধীনতার ক্রান্তিলগ্নে প্রথম স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে যশোর জেলা। ভৌগলিক, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক মানদন্ডে যশোর জেলা সর্বদাই বাংলাদেশের বুকে এক সমুজ্জ্বল নাম। শুধু তাই নয়, আধুনিক বাংলাদেশের পথযাত্রার প্রথম ডিজিটাল জেলা হিসেবেও আত্মপ্রকাশ করে যশোর জেলা।

গুরুত্বপূর্ণ এই জনপদের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে প্রথম থেকেই দায়িত্ব পালন করে চলেছে সিভিল সার্জন কার্যালয়, যশোর। তারই ধারাবাহিকতায় বর্তমানে আরও সমৃদ্ধ হয়ে জনমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে অত্র প্রতিষ্ঠান।

অফিস প্রধানঃ  ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, সিভিল সার্জন

যশোর জেলার সিভিল সার্জন হিসেবে বর্তমানে কর্মরত আছেন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস।

তিনি ২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হন। এর পূর্বে তিনি টাঙ্গাইল জেলার ডেপুটি সিভিল সার্জন পদে ২০১৯ সাল নিযুক্ত হন এবং বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০২৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

২০২২ সালে তিনি যশোর জেলার সিভিল সার্জন হিসেবে নিযুক্ত হয়ে অদ্যাবধি দক্ষতার সাথে কর্তব্য সম্পাদন করছে।

এ ক্যাটাগরির জেলা যশোর জেলায় ডেপুটি সিভিল সার্জন হিসেবে বর্তমানে কর্মরত রয়েছে ডাঃ নাসমুস সাদিক।

নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহঃ

  • উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স - ৭ টি (অভয়নগর, বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা)
  • উপজেলা স্বাস্থ্য অফিস-১ টি (যশোর সদর উপজেলা)
  • ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র - ৭২ টি (স্থাপনাবিহীন)
  • ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র - ২২ টি
  • কমিউনিটি ক্লিনিক - ২৮১ টি
  • স্কুল হেলথ ক্লিনিক - ১টি
  • বক্ষব্যধি হাসপাতাল-১ টি
  • বক্ষব্যধী ক্লিনিক-১ টি

কার্যপরিধিঃ

  • জেলার স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কার্যালয় । 
  • জেলার নিয়ন্ত্রণাধীন সকল উপজেলা/ থানা স্বাস্থ্য সেবা ও মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন, নিয়মিত পর্যবেক্ষণ করা।
  • মাননীয় প্রধানমন্ত্রী , মহামান্য রাষ্ট্রপতি , জাতীয় সংসদের অধিবেশন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন অতিথি, প্রাকৃতিক দূর্যোগ এ  স্বাস্থ্যসেবায় এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম গঠন।  
  • জেলায় অবস্থিত সরকারি ও বেসরকারী সকল ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করা। 
  • জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক সকল প্রশিক্ষণ সম্পাদন করা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।
  • সরকারী-বেসরকারী চাকুরীজীবি ,চাকুরীপ্রার্থী ও বিদেশগামীদের মেডিকেল ফিটনেস সনদ প্রদান করা ।

 

প্রতিষ্ঠানের কর্মকাণ্ড

  • জেলার অন্তর্গত উপজেলা পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহের স্বাস্থ্য সেবার মান নিশ্চিতকল্পে পরিদর্শন, মনিটরিং ও সুপারভিশন
  • EPI, যক্ষা নিয়ন্ত্রন, সংক্রামক রোগ নিয়ন্ত্রন, পুষ্টি কার্যক্রম, আর্সেনিকোসিস চিকিৎসা সহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রমের পরিদর্শন, মনিটরিং ও তত্ত্বাবধায়নের মাধ্যমে জনগনের স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতকরন।
  • সিভিল সার্জন কার্যালয় কর্তৃক বিভিন্ন সনদ প্রণয়ন ও অনুরুপ সেবা প্রদান নিশ্চিতকরণ ।
  • দূর্যোগ / মহামারী নিয়ন্ত্রণ কার্যক্রমে স্বাস্থ্য সেবা প্রদান।
  • ভেজাল খাদ্য প্রতিরোধকল্পে ব্যবস্থা গ্রহন।
  • জনগনের আচার আচরনের পরিবর্তনের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা।
  • AIDS, তামাক ও ধূমপান নিয়ন্ত্রণ সহ স্বাস্থ্যবিষয়ক দিবস সমূহ পালনের মাধ্যমে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি।
  • সরকারি ও বেসরকারি সংস্থায় স্বাস্থ্য বিষয়ে সমন্বয় ও সহযোগিতা প্রদান।
  • যশোর জেলায় আয়োজিত সকল প্রকার রাষ্ট্রীয় / জাতীয় অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা প্রদান।
  • যশোর জেলায় আয়োজিত সকল প্রকার জাতীয় / আঞ্চলিক খেলাধূলা, পরীক্ষাকেন্দ্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক স্বাস্থ্যসেবা প্রদান।
  • মাধ্যমিক শিক্ষা বিভাগে আন্তঃজেলা, বিভাগীয় খেলাধূলা অনুষ্ঠান মেডিকেল টিম নিয়োজিত করন।
  • যশোর জেলায় আয়োজিত সকল প্রকার বোর্ড ও সরকারী নিয়োগ পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যসেবা প্রদান।
  • যশোর জেলায় আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর সকল প্রকার অনুষ্ঠানে এ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম ও খাদ্য সামগ্রী পরীক্ষা করা।
  • যশোর জেলায় আগত VVIP / VIP ব্যক্তিবর্গের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান ও খাদ্য সামগ্রী পরীক্ষা করা।
  • বিভিন্ন গনজমায়েত ও অনুষ্ঠানে আগতদের স্বাস্থ্য সেবায় মেডিকেল টিম।
  • হজ্জ্ব গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল টিম। 
  • যশোর জেলার কোভিড মনিটরিং , স্যাম্পল কালেকশন ,রিপোরটিং , কন্টাক্ট ট্রেসিং ও ফলোআপ সুপারভিশন ।
  • যশোর জেলা ও জেলার অন্তর্গত উপজেলার ১২ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন। 
  • যশোর জেলার অন্তর্ভূক্ত সরকারি বহিঃবিভাগ / স্কুল হেলথ ক্লিনিক সমূহের মাধ্যমে নাগরিকদের প্রাথমিক চিকিৎসা সেবা পরিচালনা।
  • নিয়মিত বহিঃবিভাগে চিকিৎসা প্রদান তত্ত্বাবধান
  • স্কুলহেলথ ক্লিনিকের মাধ্যমে বিভিন্ন স্কুলে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা
  • অত্র অফিসের নিয়ন্ত্রণাধীন সকল কর্মকর্তা-কর্মচারী দ্বারা যথাযথ সেবা প্রদান নিশ্চিতকরণে পর্যাপ্ত প্রশিক্ষণ কর্মশালার ও নিয়মিত মাসিক সমন্বয় সভা আয়োজন ।
  • জনগনের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করন।

 

দাপ্তরিক যোগাযোগঃ

দপ্তরের নাম

সিভিল সার্জন কার্যালয়, যশোর

প্রতিষ্ঠানের ফ্যাসিলিটি কোড

10001751

চিঠি পাঠানোর ঠিকানা

Civil Surgeon Office,Jessore

ফোন নাম্বার

042168989

মোবাইল নাম্বার

01716448382

ই-মেইল

jessore@cs.dghs.gov.bd

প্রতিষ্ঠান প্রধানের নাম

Dr. Biplob Kanti Biswas

প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার

01755591727