এক নজরে যশোরের স্বাস্থ্য
যশোর জেলার সার্বিক স্বাস্থ্য চিত্র
পটভূমিঃ রাজা প্রতাপাদিত্যের স্বাধীন যশোর রাজ্য কালের নিয়মে বিলুপ্ত হয়েছে কিন্তু ইতিহাস, ঐতিহ্য আর সংষ্কৃতির পীঠস্থান খ্যাত যশোরের মহিমা কখনো কমেনি। ব্রিটিশ ভারতে বাংলা প্রেসিডেন্সীর প্রথম কালেক্টরেট এই যশোর। ঐতিহাসিক নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন কিংবা ভাষা আন্দোলনে যশোরের নেতৃত্ব বিশ্বনন্দিত। মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম শত্রুমুক্ত স্বাধীন জেলা এই যশোর। আবার আধুনিক ডিজিটাল বাংলাদেশেরও প্রথম ঘোষিত ডিজিটাল জেলা যশোর।
সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে মানুষ। আর এই ইতিহাস, সমৃদ্ধি ও উন্নয়ন- সবই একটি সুস্থ্য সুন্দর ও সমৃদ্ধ জাতি বিনির্মানের লক্ষ্যে।
যশোরের ইতিহাসের সাথে সাথেই বেড়ে উঠেছে যশোর স্বাস্থ্য বিভাগ আর কালক্রমে আর্থ-সামাজিক পরিবর্তনের সাথে সঙ্গতি রেখেই এগিয়ে চলেছে যশোরের স্বাস্থ্য। সময়ের সাথে তাল মিলাতে আমরা একবিন্দুও পিছপা হইনি, বরং দেশের অন্যান্য অধিকাংশ অঞ্চলের তুলনায় আমরা অনেক এগিয়ে আছি। যার ফলশ্রুতিতে অব্যাহতভাবে একাধিক ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরষ্কার সহ নানা সম্মাননা ও স্বীকৃতি পেয়ে জাতীয় পরিসরে নিজেদের সম্মান সমুজ্জ্বল রেখেছে যশোর স্বাস্থ্য বিভাগ।
এখানে আমরা যশোর স্বাস্থ্য বিভাগের কর্মকান্ডের কিছু খন্ডচিত্র উপস্থাপন করব যা নিমজ্জ্বমান হিমশৈলের উপরিভাগ মাত্র।
যশোরের জনমিতিঃ
বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমিত হিসাব অনুযায়ী, যশোর জেলার মোট ৩১৭৪৬১০ জন মানুষের বসবাস। এই বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা সেবা প্রদানে সীমাবদ্ধ সামর্থ্য নিয়ে কাজ করে চলেছে যশোর জেলার স্বাস্থ্য বিভাগ। ৬৬৯৬২ জন গর্ভবতী মা, ৬০৮৭৩ সংখ্যক শিশুর জন্মদান ও ২৫৮০৫৫ জন পাঁচ বছরের নিচের শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে যশোর জেলা স্বাস্থ্য বিভাগ।
যশোর জেলার আটটি উপজেলার জনমিতিক তথ্য
ভৌগলিক এলাকা |
অনুমিত জনসংখ্যা |
অনুমিত গর্ভবতী নারীর সংখ্যা |
অনুমিত শিশু জন্ম |
অনুমিত ৫ বছরের নিচের শিশু |
যশোর সদর উপজেলা |
853091 |
17512 |
15920 |
67127 |
মনিরামপুর উপজেলা |
479337 |
10050 |
9136 |
39033 |
শার্শা উপজেলা |
391957 |
9393 |
8539 |
33352 |
ঝিকরগাছা উপজেলা |
343245 |
7314 |
6649 |
28265 |
অভয়নগর উপজেলা |
301361 |
6122 |
5565 |
24265 |
কেশবপুর উপজেলা |
290861 |
5549 |
5044 |
23153 |
চৌগাছা উপজেলা |
265689 |
5630 |
5118 |
22122 |
বাঘারপাড়া উপজেলা |
249069 |
5392 |
4902 |
20738 |
যশোর জেলার মোট |
3174610 |
66962 |
60873 |
258055 |
যশোরের স্বাস্থ্য চিত্রঃ
যশোর জেলার সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে একনজরে –
স্বাস্থ্য পরিসংখ্যানঃ
সেবার নাম |
২০২১ সা্ল |
২০২২ সাল |
বিগত বছরের তুলনায় শতকরা বৃদ্ধি |
বহিঃবিভাগ রোগী |
1020834 |
1244203 |
21.88 |
জরুরী বিভাগ রোগী |
143736 |
173667 |
20.82 |
অন্তঃবিভাগ রোগী |
114939 |
144402 |
25.63 |
শিশু ও নবজাতকের সেবা |
91006 |
120369 |
32.26 |
শল্য চিকিৎসা (মেজর) |
4,609 |
5995 |
30.07 |
শল্য চিকিৎসা (মাইনর) |
45208 |
50037 |
10.68 |
যশোর জেলায় ২০২১ সালে ১০২০৮৩৪ জন মানুষ বহিঃ বিভাগে সেবা গ্রহণ করেছেন। ২০২২ সালে এই সংখ্যা ১২৪৪২০৩ জন যা গতবছরের তুলনায় ২১.৮৮% বৃদ্ধি পেয়েছে। অনুরূপভাবে অন্তঃবিভাগের সেবাদান বৃদ্ধি পেয়েছে ২৫.৬৩% ও জরুরী বিভাগে সেবাগ্রহণ বৃদ্ধি পেয়েছে ২০.৮২%। শিশু ও নবজাতকের সেবা বৃদ্ধি করা হয়েছে ৩০.০৭%, শল্যা চিকিৎসা (মেজর) বৃদ্ধি পেয়ে ৪,৬০৯ থেকে ৫৯৯৫ হয়েছে যা পূর্বের বছরের তুলনায় ৩০.০৭% বেশি। একইভাবে মাইনর শল্য চিকিৎসার বৃদ্ধি ঘটেছে ১০.৬৮%।
(তথ্যসূত্রঃ ডিএইচআইএস-২, তারিখ- ১৫ জানুয়ারী ২০২৩)
জনবলঃ
যশোর জেলার স্বাস্থ্য বিভাগের অধীনে ২৪৫৫ টি পদে কর্মরত আছেন ১৬৭০ জন চিকিৎসক, নার্স সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী। ৭৮৫ টি পদ শূন্য আছে। ১৬৭০ জন স্বাস্থ্য সেবাদাতার ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীর মধ্যে ৮৭৬ জন নারী ও ৭৯৪ জন পুরুষ।
শয্যা সংখ্যা ও শয্যা ব্যবহারের হারঃ
২০২১ সালে যশোর জেলার বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি রোগীর চিত্র
২০২১ সালের বেডঅকুপেন্সি চিত্র |
|||
হাসপাতাল |
অনুমোদিত বেডের সংখ্যা |
বেড অকুপেন্সি রেট % |
মন্তব্য |
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
109.4 |
শয্যার তুলনায় গড়ে ৯% অধিক রোগী ভর্তি ছিল |
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
112.4 |
শয্যার তুলনায় গড়ে ১২% অধিক রোগী ভর্তি ছিল |
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
127.5 |
শয্যার তুলনায় গড়ে ২৭% অধিক রোগী ভর্তি ছিল |
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
87.5 |
|
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
110.4 |
শয্যার তুলনায় গড়ে ১০% অধিক রোগী ভর্তি ছিল |
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
96.6 |
|
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
100.5 |
|
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোর |
278 |
155 |
শয্যার তুলনায় গড়ে ৫৫% অধিক রোগী ভর্তি ছিল, অথাৎ দেড় গুনেরও বেশি রোগী ভর্তি ছিল |
২০২২ সালের প্রথম ৬ মাসে যশোর জেলার বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি রোগীর চিত্র
২০২২ সালের প্রথম ছয় মাসের চিত্র |
|||
হাসপাতাল |
অনুমোদিত বেডের সংখ্যা |
বেড অকুপেন্সি রেট % |
মন্তব্য |
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
113.5 |
শয্যার তুলনায় গড়ে ১৩% অধিক রোগী ভর্তি ছিল |
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
112.5 |
শয্যার তুলনায় গড়ে ১২% অধিক রোগী ভর্তি ছিল |
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
147.9 |
শয্যার তুলনায় গড়ে ৪৭% অধিক রোগী ভর্তি ছিল, অথাৎ প্রায় দেড় গুনেরও কাছাকাছি রোগী ভর্তি ছিল |
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
117.5 |
শয্যার তুলনায় গড়ে ১৭% অধিক রোগী ভর্তি ছিল |
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
128.4 |
শয্যার তুলনায় গড়ে ২৮% অধিক রোগী ভর্তি ছিল |
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
113.8 |
শয্যার তুলনায় গড়ে ১৩% অধিক রোগী ভর্তি ছিল |
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |
50 |
118.5 |
শয্যার তুলনায় গড়ে ১৮% অধিক রোগী ভর্তি ছিল |
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোর |
278 |
171.6 |
শয্যার তুলনায় গড়ে ৭১.৬%% অধিক রোগী ভর্তি ছিল, অথাৎ প্রায় দ্বিগুনের কাছাকাছি রোগী ভর্তি ছিল |
বিগত ২০২১ সালের তুলনায় ২০২২ সালের প্রথম ৬ মাসের চিত্র পর্যালোচনা করে সেখা যায়, প্রতিটি হাসপাতালেই শয্যা সংখ্যার বিপরীতে রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে সরকারী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিরই পরিচয় পাওয়া যায়। উল্লেখ্য যে চৌগাছা উপজেলাতেই শয্যা সংখ্যার প্রায় দেড় গুন রোগী ভর্তি হয়েছে। আর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোরে এই সংখ্যা প্রায় দ্বিগুনের কাছাকাছি।
মা ও শিশু স্বাস্থ্য সেবা চিত্র
প্রসবকালীন সেবাঃ
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও প্রসবকালী স্বাস্থ্যসেবা সরকারের অন্যতম গুরুত্ব আরোপিত সেবাখাত। যশোর জেলায় মাতৃদ্বাস্থ্যে অবদান প্রশংশনীয়।
নিচে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার কিছু পরিসংখ্যান দেওয়া হল।
সেবার নাম |
২০২১ সাল |
২০২২ সাল |
সেবাকেন্দ্রে গর্ভকালীন ১ম সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
40,145 |
27,499 |
সেবাকেন্দ্রে গর্ভকালীন ২য় সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
14,655 |
17,164 |
সেবাকেন্দ্রে গর্ভকালীন ৩য় সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
9,611 |
11,779 |
সেবাকেন্দ্রে গর্ভকালীন ৪র্থ সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
8,251 |
11,345 |
প্রশিক্ষিত মিডওয়াইফ কর্তৃক গর্ভকালীন ১ম সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
9,909 |
17,705 |
প্রশিক্ষিত মিডওয়াইফ কর্তৃক গর্ভকালীন ২য় সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
5,496 |
12,051 |
প্রশিক্ষিত মিডওয়াইফ কর্তৃক গর্ভকালীন ৩য় সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
3,568 |
7,659 |
প্রশিক্ষিত মিডওয়াইফ কর্তৃক গর্ভকালীন ৪র্থ সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
2,661 |
5,783 |
কমিউনিটি স্কিল বার্থ এটেন্ডেন্ট কর্তৃক গর্ভকালীন ১ম সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
11,540 |
22,244 |
কমিউনিটি স্কিল বার্থ এটেন্ডেন্ট কর্তৃক গর্ভকালীন ২য় সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
6,475 |
11,335 |
কমিউনিটি স্কিল বার্থ এটেন্ডেন্ট কর্তৃক গর্ভকালীন ৩য় সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
5,070 |
8,427 |
কমিউনিটি স্কিল বার্থ এটেন্ডেন্ট কর্তৃক গর্ভকালীন ৪র্থ সেবা প্রাপ্ত মায়ের সংখ্যা |
3,836 |
6,799 |
এখানে দ্রষ্ঠব্য যে, কমিউনিটি পর্যায়ে স্কিল বার্থ এটেন্ডেন্ট ও আলাদা কর্নারে প্রশিক্ষিত মিডওয়াইফ কর্তৃক সেবার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সেবাকেন্দ্রে সেবাগ্রহীতার হার হ্রাস পেয়েছে। তবে প্রথম সেবা গ্রহণের পর পরবর্তী সেবা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে যা সেবাকেন্দ্রে সেবার মানের উন্নয়নের চিত্রই প্রকাশ করে।
শুধু প্রসব পূর্ববর্তী বা প্রসবকালীন নয়, বর্তমানে প্রসব পরবর্তীও মায়েরা নানা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন সরকারী হাসপাতালের আলাদা বিভাগে।
সদ্যজাত নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও মৃত্যুহার কমাতে সকল হাসপাতালে রয়েছে ক্যাঙ্গারু মাদার কেয়ার সহ আধুনিক নানা সেবা।
উপাত্ত |
2021 |
2022 |
জীবিত জন্মগ্রহনকারী নবজাতকের সংখ্যা |
15,842 |
11, 335 |
কম জন্ম ওজন (২০০০ গ্রামের নিচে) নিয়ে জন্মগ্রহণকারী নবজাতকের সংখ্যা |
191 |
236 |
ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা প্রাপ্ত নবজাতকের মোট সংখ্যা |
287 |
432 |
৫ বছরের অনূর্ধ্ব শিশুদের জন্য রয়েছে আলাদা সেবাদান কর্নার। আইএমসিআই কর্নারে সেবাগ্রহীতার একটি চিত্র
আইএমসিআই সেবার সংখ্যা
২০২১ সালের মোট আইএমসিআই সেবার সংখ্যা- 91,006
২০২২ সালের মোট আইএমসিআই সেবার সংখ্যা- 120369
পরিসংখ্যান থেকে দেখা যায় আইএমসিআই কর্নারে সেবাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী লক্ষাধিক বার যশোর জেলার বিভিন্ন সরকারী স্বাস্থসেবা প্রতিষ্ঠান থেকে শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। নমজাতক ও শিশু স্বাস্থ্য সেবার উল্লেখযোগ্য বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
ইপিআই চিত্রঃ
সকল শিশুর টিকাদান সম্পন্ন করা গেছে। আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে বাদপড়াদের টিকা নিশ্চিত করা হয়েছে।
কোভিড টিকা:
মোট টিকাদানে উপযোগী জনসংখ্যাঃ ৩০,৭২,৫৪৯ জন
সার্জিক্যাল সেবা:
জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্কল ধরনের শল্য চিকিৎসা সেবা চালু আছে। এছাড়া উপজেলা পর্যায়ের সরকারী স্বাস্থ্যসেবা প্রদানকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহেও বিভিন্ন ধরনের শল্য চিকিৎসা সেবা কার্যক্রম চালু রয়েছে।
বিগত ২০২২ সালে যশোরে ৫৯৯৫ টি মেজর সার্জারী ও ৫০০৩৭ টি মাইনর সার্জারী করা হয়েছে।
স্বীকৃতি ও অর্জন সমূহঃ
স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কারঃ
প্রতিবছর জেলা ও সিভিল সার্জন অফিস পর্যায়ে শ্রেষ্ঠত্বের জন্য যশোর জেলার সিভিল সার্জন কার্যালয় পুরষ্কার পেয়ে আছে। বরাবরের মত ২০২১ সালেও সিভিল সার্জন কার্যালয়ের শ্রেষ্টত্বের বিচারে স্বাস্থ্যমন্ত্রী পুরষ্কার পেয়েছে।
আগামীর লক্ষ্যঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সোনার বাংলা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নের পূর্বশর্ত হল একটি সুস্থ্য সবল ও সুখী সমৃদ্ধ জাতি নির্মান। আর সেই কাজে জাতির আপামর জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে চলেছে বাংলাদেশের স্বাস্থ্যবিভাগের সকল পর্যায়ের কর্মী। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, টেকসই সেবাদান কাঠামো নির্মান ও শুষ্ঠু পরিচালনা এবং জনসাধারণকে সরকারী স্বাস্থ্যসেবার সুফল দোরগোড়ায় পৌছে দিতে কাজ করবে যশোর জেলার স্বাস্থ্য বিভাগ। পূর্বের ঐতিহ্যের ন্যায় ভবিষ্যতেও যশোর জেলার স্বাস্থ্যসেবাকে শ্রেষ্ঠত্বের স্থানে অটুট রাখবে এটাই আমাদের লক্ষ্য।