মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য এক উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। প্রতি ৫০০০ মানুষের জন্য একটি কমিউনিটি স্বাস্থ্যসেবাকেন্দ্র- এই লক্ষ্যকে মাথায় রেখে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন রোগের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ, সরকারের প্রদানকৃত ২৯ ধরনের ওষুধ বিতরন, অসংক্রামক রোগ রোধে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নির্নয় ও রেফারাল, মা ও শিশু স্বাস্থের উন্নয়নের জন্য গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব ব্যবস্থাপনা সেবা সহ নানা সেবা দিয়ে কমিউনিটি ক্লি নিক দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে অসামান্য কৃতিত্ব অর্জন করেছে।
যশোর জেলায় মোট ২৮১ টি কমিউনিটি ক্লিনিক মানুষের দ্বারপ্রান্তে সরকারের স্বাস্থ্যসেবা পৌছে দিচ্ছে। উপজেলা ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের সংখ্যা সমুহ হল-
উপজেলা |
কমিউনিটি ক্লিনিকের সংখ্যা |
অভয়নগর |
27 |
বাঘারপাড়া |
23 |
চৌগাছা |
26 |
ঝিকরগাছা |
32 |
কেশবপুর |
27 |
মনিরামপুর |
47 |
যশোর সদর |
60 |
যশোর |
39 |
যশোর জেলায় সর্বমোট |
281 |
যশোর জেলার কমিউনিটি ক্লিনিকের সেবাচিত্র
বিগত ২০২২ সালে যশোর জেলার ২৮১ টি কমিউনিটি ক্লিনিকে মোট ২৯,০১,৮০৯ বার স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি ক্লিনিক পর্যায়েই ২২,৫৩৯ বার ডায়াবেটিস পরীক্ষা, ২২,১০০ বার উচ্চরক্তচাপ নির্নয় করে স্বাস্থ্য পরামর্শ প্রদান হয়েছে। ৪,৬৩৩ জন মাকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও সাপ্লিমেন্ট প্রদান করা হয়েছে। ১৪,৫৯৮ জন কিশোরী ও নারীকে রক্তশূন্যতা প্রতিরোধে আয়রন ও ফলিক এসিড প্রদান করা হয়েছে। শুধুমাত্র ২০২২ সালে প্রদত্ত সেবার মধ্যে ১,৬০,৩৪০ বার সেবা প্রদান করা হয়েছে মাতৃস্বাস্থ্য সংশ্লিষ্ঠ বিষয়ে। এছাড়া কমিউনিটি ক্লিনিকেই প্রশিক্ষিত কমিউনিটি স্কিলড বার্থ এটেন্ডেন্টের মাধ্যমে ১৪০ টি নিরাপদ স্বাভাবিক প্রসব সম্পন্ন করা হয়েছে।
যশোর জেলার মোট কমিউনিটি ক্লিনিকের সংখ্যা = ২৮১
উপাত্ত |
মোট সেবাদান সংখ্যা |
ডায়াবেটিস পরীক্ষা |
উচ্চরক্তচাপ নির্নয় |
গর্ভকালীন স্বাস্থ্যসেবা |
আয়রন ও ফলিক এসিড প্রদান |
নিরাপদ প্রসব |
মাতৃ স্বাস্থ্য সেবা |
যশোর জেলা |
2,901,809 |
22,539 |
22,100 |
31,342 |
14,598 |
140 |
160,340 |
অভয়নগর উপজেলা |
249,830 |
1,039 |
1,096 |
2,663 |
1,282 |
58 |
13,372 |
বাঘারপাড়া উপজেলা |
272,160 |
1,325 |
1,172 |
4,891 |
2,214 |
37 |
14,348 |
চৌগাছা উপজেলা |
246,778 |
1,907 |
1,597 |
2,420 |
1,441 |
18,924 |
|
যশোর সদর উপজেলা |
640,132 |
4,357 |
4,419 |
4,078 |
3,391 |
3 |
41,145 |
ঝিকরগাছা উপজেলা |
321,211 |
4,321 |
4,469 |
4,273 |
1,357 |
2 |
12,545 |
কেশবপুর উপজেলা |
311,410 |
1,977 |
1,695 |
3,487 |
1,665 |
8 |
15,503 |
মনিরামপুর উপজেলা |
476,565 |
4,268 |
4,420 |
5,209 |
1,958 |
1 |
23,624 |
শার্শা উপজেলা |
383,723 |
3,345 |
3,232 |
4,321 |
1,290 |
31 |
20,879 |
ছকঃ যশোর জেলার ও অধীনস্থ বিভিন্ন উপজেলার কমিউনিটি ক্লিনিক সমুহে স্বাস্থ্যসেবাদান চিত্র
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS